বিষ : বেদনার নীল একটি কবিতা
“ বিষ “
………………….. ছন্দ
মনের মাধুরী মেখে
রোপণ করেছিলাম ছোট্ট একটি গাছ,
হৃদয় নিংড়ানো ভালবাসা দিয়ে
যত্ন করেছিলাম তার জীবনের প্রতিটি পলক,
অযত্ন কখনোই করিনি,
অবহেলা কখনোই করিনি,
আদর করেছি; যত্ন করেছি;
তার জীবন রক্ষার্থে জল দিয়েছি, সার দিয়েছি;
অবিচ্ছিন্ন দৃষ্টি রেখেছি;
আশা ছিল শুধু ...
ফুটবে ফুল, দেবে সুগন্ধ,
প্রত্যাশা ছিল, সেই গন্ধে শিহরিত হবে;
আমার ক্লান্ত অবয়ব, মৌ মৌ করবে চারদিক,
তাই, দিয়েছি তাকে অক্লান্ত ভালবাসার যত্ন,
ভেবেছি, আমার ভালবাসাই;
তার ফুল ফুটতে সাহায্য করবে।
সত্যি ফুটলো একদিন, বহু প্রত্যাশিত সেই কূঁড়ি,
অধীর আগ্রহে অপেক্ষা করলাম
তার বিকশিত হবার আশায়,
কিন্তু ....... এক শিশির ভেজা ভোরে উঠে দেখলাম,
আমার এত প্রত্যাশিত সেই ফুলগাছ,
কীটের নির্দয় থাবায় পর্যদস্ত, বিপর্যস্ত,
কারণ ভালবাসা দিয়েছি, যত্ন দিয়েছি;
কীট ধ্বংসের জন্য দেইনি কোন বিষ,
বুঝলাম, শুধু ভালবাসাই ফুল ফুটাতে পারে না,
বিষেরও প্রয়োজন হয়।
Comments
হায়দার
Commented On: 2021-05-06
বাহ্ বাহ্ স্যার আমরা অভিভূত!!
Unnamed
Commented On: 2021-05-25
nice!!!
Boro Bubu
Commented On: 2023-10-01
নিখাদ বাস্তব।লেখার হাত এগিয়ে চলুক। জীবনের পথ বহু লম্বা।