সন্ধ্যাবেলার পড়া
সন্ধ্যাবেলার পড়া
…………… সুজানা রুহী (৭ম শ্রেণি)
কেন এ উৎকন্ঠা আমার মনের মাঝে?
সকাল, দুপুর, বিকেল নয় কেনই শুধু সন্ধ্যা সাঁঝে?
সারাদিন আমি ব্যস্ত থাকি পড়াশোনা আর কাজে,
তবু আমাকে সন্ধ্যাবেলায় পড়তে বসতে হয় যে।
সারাদিন করি আমি যতই পড়াশোনা,
সন্ধ্যাবেলায় তবু মা বলবে, পড়তে বসবা না?
আমি যদি বলি ভাল্লাগে কি পড়তে সবসময়?
মা তখন রেগে বলবে, কিন্তু পড়তে হবে যে তোমায়।