৩য় প্রজন্ম

Author: Admin Category: কবিতা Publish At: 2023-09-12 09:14:41

৩য় প্রজন্ম

                                         …………..…………………………. সুজানা রুহী

বলছি শোনো কি ব্যাপার

আছে আমার এক,

বিচিত্র পরিবার।

সেখানে আমরা ১৪ জন,

একে অপরের ভাইবোন।

সবচেয়ে বড় বোন আমাদের বাঁধন,

তাকে বাঁধন, এমন বেধেছে সংসার

তাই তাঁর আমাদের সাথে দেখা করা হয়ে ওঠে না আর। 

বড় ভাই হলো আমাদের বাপ্পি ভাই,

তাঁর বৈশিষ্ট্য খুঁজতে আমরা সকলে হিমশিম খাই।

বন্ধন ভাইয়া নাম তাঁর,

ভদ্র সে ততটাই;

ঠিক যতটা দরকার।

এরপর সৌখিন ভাইয়া; না?

ও, সে তো আমাদের পাত্তাই দেয় না।

আরেক বোন আমার ঐশ্বর্য্য’

কি অসম্ভব তাঁর শাড়ি পড়ানোর ধৈর্য্য।

আরও আছে আকিব ভাইয়া আমার,

সবসময় আমাদেরকে হাসানই কাজ তাঁর।

এরপর আনিয়া আপি যে!

সারাক্ষণ আলসেমি করে সে।

এবার হলো মুনতাহা আপি,

সারাক্ষণ করে শুধু মোবাইল টিপাটিপি।

আছে এরপর বোন আমাদের সুকন্যা,

সারাদিন শুধুই করে পড়াশোনা।

তারপরে হলো আফরিন আপু,

বাইরে যাওয়ার নাম শুনলেই করে সাজুগুজু।

এবারে আমাদের সিমিন আপি,

একটুতেই সে রেগে যায় আর করে কান্নাকাটি।

স্পন্দন ভাইয়া নাম তাঁর,

খেয়ে দেয়ে সবকিছু করে দেয় সাবাড়।

এরপরে পৃথিবীতে এলাম আমি সুজানা,

তবু আমাকে কেউ পাত্তাই দেয় না!

আদিবা, পরিবারের সবচেয়ে ছোট সদস্য সে

তবুও তার জেদ কমে না যে।

সবাই ভাবে, তাকে নিয়ে কি করবে আর!

তবুও দুষ্টমি; থামে না তার।

হাসিখুশি থাকুক সবসময় আমাদের এ পরিবার

সারা বছরে যেন সবার মিলন হয় অন্তত একবার।

 

সহযোগীতায়ঃ সুকন্যা আপি